তেলিয়ামুড়া, ৯ মার্চ : বুধবার সকালে তেলিয়ামুড়া শিববাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর গোবিন্দ দাসের নেতৃত্বে অন্যান্য কর্মীরা লরিটি আটক করেছে। লরিটি আটক করে তিনটি চাকার ভেতর থেকে মোট ১৩৫কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। এব্যাপারে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এন ডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে।
ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে ট্রাফিক পুলিশ অফিসার জানিয়েছেন, তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল একটি লরি চাকা টাওয়ারের ভিতরে করে শুকনো কাজাব নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে লরিটি আটক করে তল্লাশি চালিয়ে তারা সাফল্য পেয়েছেন। এ ধরনের অভিযান আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে বলে ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।উল্লেখ্য, গতকাল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার ৩৬ মাইলে আসাম আগরতলা জাতীয় সড়কে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছিল। প্রতিনিয়তই রাজ্য থেকে নানা কৌশলে গাজা বহির্জাত যে এবং বহির রাষ্ট্রের পাচার হচ্ছে। পুলিশ ও প্রশাসন গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রাখলেও গাঁজা চাষ এবং গাঁজা পাচার অব্যাহত রয়েছে।