গুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার দদরায় সিআরপিএফ জওয়ানের হাত থেকে চার লক্ষ টাকা ছিনতাইকারী দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। কামরূপের পুলিশ সুপার হিতেশ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্ৰেফতার করা হয়েছে বিহারের দুই বাসিন্দা চুনু দাস এবং জিমি যাদবকে।
আজ মঙ্গলবার পুলিশ সুপার হিতেশ রায় জানান, গত ২২ ফেব্ৰুয়ারি কামরূপের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দদরা শাখা থেকে পত্নীকে সঙ্গে নিয়ে নগদ চার (৪) লক্ষ টাকা তুলেছিলেন সিআরপিএফের জনৈক জওয়ান। ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে আসার পর পালসার বাইকে চড়ে এই দুই ডাকাত সিআরপিএফ জওয়ানের স্ত্রীর হাত থেকে ঝাপটা মেরে চার লক্ষ টাকা ভরতি ব্যাগটি ছিনতাই করে চম্পট দিয়েছিল।
ঘটনাস্থলে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছিল সমগ্ৰ ছিনতাইয়ের দৃশ্য। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিজে ডাকাতদের ধরতে পুলিশ সুপার হিতেশ রায় মনিটরিং করছিলেন। আজ তাদের পাকড়াও করে মারাথান জেরা তাঁরা করছেন বলে জানান এসপি হিতেশ রায়।

