দেহরাদূন, ৮ মার্চ (হি.স.): কয়েকটি বুথ ফেরত সমীক্ষা আভাস দিচ্ছে, দেবভূমিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আবার কয়েকটি বুথ ফেরত সমীক্ষার মতে, উত্তরাখণ্ডে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফল জানা যাবে আগামী ১০ মার্চ। তবে, বুথ ফেরত সমীক্ষার পর মঙ্গলবার একটু আত্মবিশ্বাসী দেখা গিয়েছে উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা পুষ্কর সিং ধামিকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধামি বলেছেন, “বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা জানান দিচ্ছে, উত্তরাখণ্ডে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, আমাদের আসন সংখ্যাও বাড়বে, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় আমরা সরকার গঠন করব। রাজ্যে বিজেপি যে কাজ করেছে তার জন্য মানুষ শংসাপত্র দিয়েছেন।”
বুথ ফেরত সমীক্ষাকে মানতে নারাজ উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। এদিন রাওয়াত বলেছেন, “এক্সিট পোল আসলে এক্সিট পোলই হয়। আমরা জনগণের আবেগ সম্পর্কে অবগত, এবং জনগণ কংগ্রেসকেই ভোট দিয়েছে এবং পরিবর্তন করেছে…সিদ্ধান্ত কংগ্রেসেরই পক্ষে হবে।” প্রসঙ্গত, ভারতে ভোট-রাজনীতির ইতিহাস বলছে, অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মেলে না। আবার বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ভোটের প্রকৃত ফল মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে।

