ইউক্রেনে শেলিং বন্ধ হলেই ভারতে ফিরবে নবীনের দেহ, আশ্বাস বোম্মাইয়ের

বেঙ্গালুরু, ৮ মার্চ (হি.স.): ইউক্রেনে শেলিং বন্ধ হলেই দেশে ফেরানো হবে মৃত ভারতীয় ডাক্তারি পড়ুয়া নবীন শেখারাপ্পার দেহ। মঙ্গলবার এমনটাই জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। এদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমাদের জানিয়েছেন, নবীনের (ইউক্রেনে শেলিংয়ে মৃত এমবিবিএস পড়ুয়া) দেহ এখন ইউক্রেনের একটি মর্গে সংরক্ষিত করে রাখা আছে। একবার শেলিং বন্ধ হলেই তা দেশে ফেরানো হবে।

ইতিপুর্বেই নবীনের পরিবারকে ২১ লক্ষ টাকার চেক ও পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে কর্ণাটক সরকার। ইউক্রেনের খারকিভ মেডিক্যাল কলেজের এই ২১ বছর বয়সী ভারতীয় পড়ুয়া, খাবার কেনার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন, রুশ শেলিংয়ের ফলে প্রাণ হারান।