পটনা (বিহার), ৮ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশ থেকে ভারতীয় জনতা পার্টির বিদায় নিশ্চিত। মঙ্গলবার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই দাবি করেন।
সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে যাদব বলেন, “লোকেরা ফলাফল দিয়েছে এবং কেবল আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি রয়েছে। আমরা সরকারের প্রতি জনগণের মধ্যে যে ক্ষোভ দেখেছি তা স্পষ্টতই বার্তা দেয় যে যোগীজির সরকার থাকছে না। সপা জোট জয়ী হবে এবং অখিলেশ জি সরকার গঠন করবে। উত্তরপ্রদেশ থেকে বিজেপির বিদায় নিশ্চিত।” তিনি আরও বলেন, “কংগ্রেস গোয়া এবং উত্তরাখণ্ডে সরকার গঠন করবে। পঞ্জাবে কঠিন লড়াই হবে, কিন্তু বিজেপিকে কোথাও দেখা যাচ্ছে না। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত মানুষকে নজর রাখতে হবে।”