নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): কোভিড-টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। ভারতে ১৭৯.১৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২১ লক্ষ ৩৪ হাজার ৪৬৩ জন প্রাপক। ফলে ভারতে ১৭৯.১৩-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৭৯,১৩,৪১,২৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস, এদিন কোভিড-টিকাকরণের সঙ্গে যুক্ত সাহসী নারী শক্তিকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, কোভিড টিকাকরণ অভিযানে আশ্চর্যজনক সাহসের পরিচয় দেওয়া নারী শক্তিকে কুর্নিশ। এদিন আন্তর্জাতিক নারী দিবসেরও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৭.৪৩-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৭ মার্চ সারা দিনে ভারতে ৮,৭৩,৩৯৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৭,৪৩,১০,৫৬৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৮,৭৩,৩৯৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৩ জন।

