কিয়েভ, ৭ মার্চ (হি.স.) : একের পর এক মিসাইল হানায় ক্ষতবিক্ষত হচ্ছেন সাধারণ মানুষ। ধ্বংস হচ্ছে শহরের স্থাপত্য-ভাস্কর্য্য। জ্বলছে আগুনও। ইউক্রেনের আকাশ বাতাস স্বজন হারানোর কান্না। সোমবার সকালে ইরপিন শহরে মিসাইলের আঘাতে চারজন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে। এর পরেই সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতির ডাক দেওয়া দেওয়া হয়েছে।
কিয়েভ, মারিউপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রশাসন জানিয়েছে, এই শহরগুলিতে মানব করিডর তৈরি করে সাধারণ মানুষদের সুরক্ষিত ও নিরাপদে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হবে। রাশিয়ার দাবি, সাধারণ নাগরিকের ওপরে হামলা উদ্দেশ্য় নয়। যদিও রাশিয়ার দাবি উড়িয়ে ইউক্রেন জানিয়েছে, এই সবই আসলে নাটক। এর আগেও দু’বার যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়ঙ্কর হামলা চালিয়েছে রুশ বাহিনী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১২ দিন হতে চলল। এখনও আক্রমণের তেজ কমেনি। গতকাল আড়াই ঘণ্টার যুদ্ধবিরতির পরেও ফের মিসাইল হামলা করেছে রাশিয়া। ইরপিনে লাগাতার গোলা বর্ষণ চলছে। জানা যাচ্ছে, ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে খারকিভ, মারিপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

