নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): যুদ্ধ পরিস্থিতিতে আগেও ভারতের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। রাশিয়াকে যুদ্ধ থামানোর অনুরোধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এই পরিস্থিতিতে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের খবর, প্রায় ৩৫ মিনিট কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে। ইউক্রেনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বাৰ্তালাপের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের ক্ষেত্রে ইউক্রেন সরকারের সাহায্যের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সুমি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারের যে প্রচেষ্টা চলছে সে ক্ষেত্রে ইউক্রেন সরকারের কাছে সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

