চন্ডীগড়, ৭ মার্চ (হি.স.): জম্মু-কাশ্মীর হোক অথবা পঞ্জাব, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর ড্রোনের গতিবিধি প্রতিনিয়ত বেড়েই চলছে। যদিও, সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-র তৎপরতায় ভেস্তে যাচ্ছে সমস্ত প্রচেষ্টা। এবার পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে একটি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ। মাটিতে আছড়ে পড়ার পর ওই ড্রোনের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৫টি পকেটে নিষিদ্ধ বস্তু।
বিএসএফ জানিয়েছে, সোমবার ভোররাত ২.৫৫ মিনিট নাগাদ পাকিস্তানের দিক থেকে উড়ে আসা সন্দেহজনক যন্ত্রের শব্দ শুনতে পান জওয়ানরা। তৎক্ষণাৎ গুলি চালান বিএসএফ জওয়ানরা, মাটিতে আছড়ে পড়ে ওই কোয়াডকপ্টার (ড্রোন)। ওই ড্রোনের সঙ্গেই লাগানো ছিল ছোট হলুদ রঙের ব্যাগ। ওই ব্যাগে মিলেছে চারটি হলুদ প্যাকেট ও একটি ছোট কালো প্যাকেট। মোট ৪.১৭ কেজি নিষিদ্ধ বস্তু উদ্ধার হয়েছে।