নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মার্চ৷৷ দীর্ঘদিন যাবৎ থানার ফোন বিকল হওয়ায় কোন ঘটনার পর থানায় জরুরি যোগাযোগ করার কোন সম্ভব হচ্ছে না৷ পরবর্তী সময়ে থানায় যোগাযোগ করতে না পেরে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে ফোন করে জানতে চায় থানার কোন পুলিশের নাম্বার আছে কিনা৷তারা সাফ জানায় কারোর নাম্বার নেই৷
এ ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়-গোলাঘাটি সড়ক অবরোধ করল এলাকাবাসীরা৷ ঘটনা বিশালগড় থানাধীন বাইদ্যাদিঘী এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত আনুমানিক ২.৩০ নাগাদ বিশালগড় থানাধীন ধবজনগর এলাকার বাসিন্দা বাবুল দেবনাথের বাড়ি থেকে দুটি গাভী চুরি করে নিয়ে যায় চোরের দল৷ ঘটনার পরপরই থানায় ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি থানার ফোন বিকল হওয়ার কারণে৷ পরে থানায় গিয়ে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ এলাকাবাসীর৷ পরে রবিবার সকাল সাতটা নাগাদ বিশালগড় – গোলাঘাটি সড়ক অবরোধ করে বসে এলাকাবাসী৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে৷ দীর্ঘ আড়াই ঘন্টা যাবৎ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় ডিসিএম সোমেন দেবনাথ৷ ডিসিএম এর কথায় ও অবরোধ মুক্ত করা সম্ভব হয়নি৷
এলাকাবাসীর দাবি ঘটনাস্থলে জেলাশাসক এসে প্রতিশ্রুতি দিতে হবে অন্যথায় সড়ক অবরোধ মুক্ত করা হবে না৷ পরে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, ভারপ্রাপ্ত বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব৷ মহকুমা শাসক এবং পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান প্রতিশ্রুতিতে পরে সড়ক অবরোধ মুক্ত হয়৷

