Arrested : জালনোট চক্রের এক পান্ডা পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ মার্চ৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া থানা এলাকার  হাওয়াই বাড়িতে জাল নোট চক্রের সাকরেদকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷

ঘটনার মূল নায়ককে আটক করা সম্ভব না হলেও তার বাড়ি থেকে ১১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সনাতন জমাতিয়া এবং তেলিয়ামুড়া থানার ওসি সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে পূর্ব হাওয়াই বাড়ি এলাকার মরণ দেবনাথ এর বাড়িতে হানা দেন৷ তাদের কাছে খবর ছিল মরণ দেবনাথ এর বাড়িতে জালনোট মজুত রয়েছে৷ মরণ দেবনাথকে বাড়িতে পাওয়া গেলেও তার বাড়ি থেকে জাল নোট উদ্ধার করা সম্ভব হয়নি৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে এসেছে৷ এই জাল নোট চক্রের অপর নায়ক অভিমুন্য দাসের বাড়িতে হানা দিয়ে পুলিশ ১১ হাজার টাকার জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ অবশ্য মূল অভিযুক্ত অভিমুন্য দাসকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ পুলিশ আসার আচ পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তাকে আটক করার জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে৷ জাল নোট উদ্ধার এর সংবাদে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷