Israeli Prime Minister Naftali Bennett : গোপনে রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক বেনেটের

মস্কো, ৬ মার্চ (হি.স.) : শনিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ঝটিকা রাশিয়া সফরের পরই এই প্রশ্ন সামনে আসতে শুরু করেছে, তাহলে ইউক্রেন-রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আসরে ইজরায়েল? বেনেটের ক্রেমলিন সফরকে প্রথমে গোপনই রাখা হয়েছিল। পরে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ডিমিত্রি পেসকভ সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নেন পুতিনের সঙ্গে দেখা করেছেন বেনেট। দু’জনের মধ্যে ইউক্রেন নিয়ে কথা হয়েছে।

শুধু তাই নয়, পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনার পর বেনেট ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। আর কয়েকদিনের মধ্যে ইউক্রেনে একটি মেডিক্যাল টিম পাঠাতে চলেছে ইজরায়েল। তারা সেখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করবে, যেখানে চিকিৎসার সুযোগ-সুবিধা পাবেন শরণার্থীরা। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞ আরোপ করেছে পশ্চিমী দেশগুলি। পাশাপাশি যুদ্ধ থেকে সরে আসার জন্য পুতিনের সঙ্গে কথাও বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলর। তারপরই ইউক্রেন দখলে রুশ আগ্রাসনের তীব্রতা আরও বাড়িয়ে দেন পুতিন।


এই প্রেক্ষিতে এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী গোপনে মস্কোয় গিয়ে দেখা করেন পুতিনের সঙ্গে। জানা গিয়েছে, তিনঘণ্টা বৈঠকে ইউক্রেনে আটকে পড়া ইহুদিদের নিয়ে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেন বেনেট। ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে সমর্থন করেনি ইজরায়েল। পুতিনের সঙ্গে দেখা করার পরই বার্লিন যান বেনেট। সেখানে তিনি দেখা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শেলৎজের সঙ্গে।