ভাদোহী, ৫ মার্চ (হি.স.): ভারতীয় জনতা পার্টি যা বলে তা করেও দেখায়, কিন্তু অন্যান্য দল শুধু প্রতিশ্রুতিই দেয়। বিরোধীদের খোঁচা দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার উত্তর প্রদেশের ভাদোহীতে নির্বাচনী জনসভা করেছেন নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন, বিজেপি একটি জাতীয় দল ও দেশ ভাবনার সঙ্গে যুক্ত। বিজেপিকে আপনারা ভোট দিয়েছিলেন বলেই জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ সমাপ্ত করা সম্ভব হয়েছে। আপনাদের ভোটের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তালাক থেকে মুক্তি দিয়েছেন কোটি কোটি মুসলিম মহিলাদের।
বিজেপি সরকার উত্তর প্রদেশের সার্বিক উন্নয়ন করেছে বলেও জানিয়েছেন নাড্ডা। তাঁর কথায়, ২০১৪ সাল পর্যন্ত উত্তর প্রদেশে মাত্র ১৫টি মেডিকেল কলেজ ছিল। বিজেপি সরকারের অধীনে উত্তর প্রদেশে ৫৯টি মেডিকেল কলেজ রয়েছে। ৫ বছরে উত্তর প্রদেশে ১১টি বিশ্ববিদ্যালয়, ৭৮টি ডিগ্রি কলেজ, ২৮টি ইঞ্জিনিয়ারিং কলেজ ও দু’টি এইমস খোলা হয়েছে। কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “বর্তমানে অনেকেই নিজেদের কৃষক নেতা বলেন, কিন্তু তাঁরা কৃষকদের জন্য কিছুই করেনি। ঋণ মকুবের নামে কৃষকদের বিভ্রান্ত করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা দেওয়ার জন্য কাজ করেছেন।

