নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : শনিবার আইএনএস চেন্নাই থেকে ল্যান্ড অ্যাটাক ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি বর্ধিত পরিসরের গতিপথ অতিক্রম করে নির্ভুলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র এবং আইএনএস চেন্নাই উভয়ই দেশীয়ভাবে তৈরি এবং ভারতীয় ক্ষেপণাস্ত্র এবং জাহাজ নির্মাণের দক্ষতার অত্যাধুনিক দিক তুলে ধরে। আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া প্রচেষ্টার ভারতীয় নৌবাহিনীর অবদানকে শক্তিশালী করেছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
নৌবাহিনীর আধিকারিকদের মতে, এই অর্জন ভারতীয় নৌবাহিনীর আরও গভীরে আঘাত করার এবং সমুদ্র থেকে আরও দূরে স্থল অভিযানকে প্রভাবিত করার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছে।

