দুধের দাম ২ টাকা বাড়াল মাদার ডেয়ারি, নয়া মূল্য কার্যকর ৬ মার্চ থেকে

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): মধ্যবিত্তের নিত্য-যন্ত্রণা আরও একধাপ বাড়ল। দিল্লি-এনসিআর-এ তরল দুধের দাম ২ টাকা বাড়াল দেশের বৃহৎ দুগ্ধ প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। রবিবার, ৬ মার্চ থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এর আগে গত বছরের জুলাই মাসেও দুধের দাম ২ টাকা বাড়িয়েছিল মাদার ডেয়ারি।

অর্থাৎ ৯ মাসের মাথায় দুধের দাম ৪ টাকা বাড়াল মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, পশুপালকদের খরচ, জ্বালানির খরচ ও প্যাকেজিংয়ে খরচ বৃদ্ধির কারণেই দুধের দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদার ডেয়ারি স্পষ্ট করে জানিয়েছে, সমস্ত ধরনের দুধের ক্ষেত্রেই ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে ৬ মার্চ অর্থাৎ রবিবার থেকেই।