কিশোর সরকার ঢাকা, ৫ মার্চ (হি.স.) : বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, গতবছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে এবং পরে ইসলামীক সংগঠনের নামে সারাদেশে জ্বালাও-পোড়াও করে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা ঠিক হয়নি। আজ ৫ মার্চ ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট ও ইসলামী ডেমোক্রেটিক অ্যালাইন্স এর পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরীও বলেন, আমাদের পার্শবর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমাদের সম্মনিত অতিথি। মনে রাখতে হবে ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়ে সহযোগিতা করেছে। প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদীর সফরের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা ঠিক ছিল না। এদিনের সাংবাদিক সম্মেলনেয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাবাহীনী সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সুধী সম্মেলন সহ ৫ দফা কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর দাঙ্গা হামলার জেরে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি জানানো হয়। মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ইসলামি দলগুলো

