Ukraine Russia War : ইউক্রেন ছেড়েছে ২০ হাজারের বেশি ভারতীয়, এমনটাই জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ নবম দিন। দু’পক্ষের শান্তি বৈঠক হলেও ইউক্রেনের উপরে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে রুশ সেনা। খারকিভ, ওখতিরকায় লাগাতার হামলা চালানো হচ্ছে।

এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় ইউক্রেন থেকে বেরিয়ে এলেও যুদ্ধ-ধ্বস্ত দেশে এখনও কয়েকজন আটকে রয়েছে৷ এমনটাই জানাল বিদেশমন্ত্রক।বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নির্দেশিকা জারির পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ২০ হাজারের বেশি ভারতীয়৷ আরও অনেকে আছেন। তবে স্বস্তির খবর এটাই, একটা বড় অংশের ভারতীয় ইউক্রেন থেকে বেরিয়ে এসেছেন। আগামী ২৪ ঘণ্টায় ভারতীয়দের ফেরাতে রওনা দিচ্ছে ১৬টি বিমান৷ যার মধ্যে রয়েছে বায়ুসেনার সি-১৭।


এদিকে রাশিয়ার সেনা অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ মেলিটোপোলের মানুষেরা। ইউক্রেনের জাপুরিঝিয়ার এই শহর রাশিয়ার কাছে কিছুতেই আত্মসমর্পণ করবে ন। মেলিটোপোলের বাসিন্দাদের প্রশংসায় ইউক্রেন সরকার। জানিয়েছে, এমনই দেশ ইউক্রেন, আমরা সবাইকে হারাতে সক্ষম।