BRAKING NEWS

Drinking water : কল্যাণপুরের জনজাতিদের বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৪ মার্চ৷৷ কল্যাণপুরের উপজাতি জনপদে বাড়ি বাড়ি গেল পানীয় জল৷ এতে করে খুশি উপজাতীয অংশের মানুষ৷ কেননা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা বাড়ি বাড়ি চাই পানীয় জল৷ অবশেষে কল্যাণপুর এলাকার বিধায়কের চেষ্টায় উপজাতিরা পেল পানীয় জল৷

শুক্রবার কল্যাণপুরের দুর্গাপুর পঞ্চায়েতের মুক্তাচন্দ্র পাড়ায় একটি পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷ জল জীবন মিশনের অন্তর্গত এই প্রকল্পটি নির্মাণ করতে ব্যয় হয় ৫৬ লাখ টাকা৷ উদ্বোধনে বিধায়ক ছাড়াও ছিলেন দপ্তরের আধিকারিক পার্থ সারথি পাল, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা প্রমুখ৷ এই প্রকল্পের উদ্বোধনের ফলে উপকৃত হবে প্রায় ৮৭ টি জনজাতি পরিবার৷ বিধায়ক পিনাকী দাস চৌধুরী তার বক্তব্যে বলেন বর্তমান বিজেপি সরকার আগামী ২০২২ সালের মধ্যে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ৷

এরই অঙ্গ হিসাবে শুক্রবার জনজাতি অধ্যুষিত মুক্তাচন্দ্র পাড়াতে পানীয় জলের সংযোগ দেওয়া হলো৷ তিনি জানান বর্তমানে ৮৭ টির মতো সংযোগ দেওয়া হলেও যেহেতু বাড়ি গুলো বেশ দূরে দূরে তাই ক্রমান্বয়ে সেই সংযোগ বৃদ্ধি করাও হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *