কাঁথি, ৪ মার্চ (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার মারিশদার দইসাইয়ের কাছে লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। মৃতদের মধ্যে অটোর চালকও রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শুক্রবার সকাল সোয়া ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১১৬-র বি জাতীয় সড়কের ওপর। কাঁথি থেকে মেচেদাগামী লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরির চালক পলাতক। দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ।
স্থানীয়দের বয়ান অনুযায়ী, শুক্রবার সকালে কাঁথির দইসাই স্ট্যান্ডের কাছে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। একটি লরি আসছিল। পুলিশের গাড়ি দেখে লরিটি থামায়নি চালক। পরিবর্তে কলকাতামুখী লরি গতি বাড়ায় অনেকটাই। সেই সময় উল্টোদিক থেকে একটি দিঘামুখী বাস আসছিল। আর ওই বাস এবং লরির মাঝে পড়ে যায় অটোটি। লরির ধাক্কায় অটোর চালক-সহ ৪ জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়রা পুলিশকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের অভিযোগ, প্রায় প্রতিদিনই গাড়ি থামিয়ে তোলাবাজি করে পুলিশ। তার জেরে এমন দুর্ঘটনা লেগেই থাকে।