খড়িবাড়ি, ৪ মার্চ (হি.স.): ভারত-নেপাল সীমান্তে ১৫২ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার ডন্ডাঝাড় এলাকায় এসএসবি ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালায়। মাদক পাচারের আগে এসএসবির জালে ধরা পরে ওই তিন মাদক পাচারকারী। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে ১৫২ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে এসএসবি। ধৃতদের নাম বেপারু টুডু (৪৭), রঞ্জন বিশ্বকর্মা (৩৫) ও সোমেন মণ্ডল (২৯)। ধৃতরা দক্ষিণ দিনাজপুর ও মালদার বাসিন্দা। ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার খড়িবাড়ি পুলিশ ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠায়। জানা গিয়েছে, বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ টাকা বলে।