ভাগলপুর, ৪ মার্চ (হি.স.): বিহারের ভাগলপুর জেলায় তীব্র বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হল ২-৩টি বাড়ি। বিস্ফোরণে মৃত্যু হয়েছে একটি শিশু-সহ ১৪ জনের, এছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভাগলপুর জেলার তাতারপুর থানার অন্তর্গত কাজভালিচক এলাকায় একটি তিন-তলা বাড়িতে জোরালো শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে ধ্বংসস্তূপে পরিণত হয় ওই বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়ি সংলগ্ন আরও দুই-তিনটি বাড়ি, ওই এলাকাটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় মুখ্য সচিব ও ডিজিপি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
কাজভালিচক এলাকায় একটি অনাথ আশ্রমের ১০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত একটি বাড়িতে রাত সাড়ে এগারোটা নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় তাতারপুর থানার পুলিশ। পুলিশ কর্মীরা গিয়ে দেখেন, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি একেবারে ধুলোয় মিশে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন আরও দুই-তিনটি বাড়ি। ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই পরিবার অবৈধভাবে আতসবাজি তৈরি করত। দুই থেকে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” ভাগলপুর রেঞ্জের ডিআইজি সুজিত কুমার জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অবৈধভাবে বোমা তৈরি করার সময় এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ অত্যন্ত জোরালো ছিল, মনে হচ্ছে অনেক বিস্ফোরক ছিল।” শুক্রবার বিকেল পর্যন্ত এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৪ জনের। আহতের সংখ্যা কত, তা স্পষ্টভাবে জানা যায়নি।
শোকবিহ্বল প্রধানমন্ত্রী
ভাগলপুরে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বিহারের ভাগলপুরে বিস্ফোরণে প্রাণহানির খবর বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনাটি নিয়ে আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”
তদন্তের নির্দেশ নীতীশের, মৃতদের পরিজনদের সমবেদনা
ভাগলপুরে বিস্ফোরণের ঘটনায় মুখ্য সচিব ও ডিজিপি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি মৃতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নীতীশ কুমার।

