BRAKING NEWS

Srinagar-Jammu Highway Traffic Normal : শ্রীনগর-জম্মু হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক, স্বস্তি পেলেন অসংখ্য মানুষ

শ্রীনগর, ৩ মার্চ (হি.স.): ভূমিধসের কারণে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর, পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে কাশ্মীরের লাইফলাইন জম্মু-শ্রীনগর হাইওয়ে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে দীর্ঘক্ষণ আটকে থাকা গাড়িগুলিকে গন্তব্যে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। জম্মু-কাশ্মীরের রামবান জেলার বানিহালের চামালওয়াস এলাকায় বৃহস্পতিবার বড়সড় ধস নামে।

আর তাই বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করার পর দুপুরের পর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। জম্মু-কাশ্মীর ট্রাফিকের মুখপাত্র জানান, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কাশ্মীরের লাইফলাইন জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি পেয়েছেন অসংখ্য মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *