আগরতলা, ২ মার্চ (হি. স.) : ইউক্রেনে আটকে ত্রিপুরার পড়ুয়ারা নিরাপদেই আছেন। দেশে ফিরেছেন ৫ জন, পথে রয়েছেন আরো ২৪ জন, আশ্বস্ত করেছেন ত্রিপুরার মুখ্য সচিব কুমার অলক। এদিকে, ইউক্রেনে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের সহায়তায় কমিটি গঠন করেছে প্রদেশ বিজেপি। অপারেশন গঙ্গায় ওই কমিটি যুক্ত হয়েছে।
ত্রিপুরার মুখ্য সচিব কুমার অলক জানিয়েছেন, ইউক্রেনে ত্রিপুরার ৩৩ জন পড়ুয়া আটকে ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন ইতিমধ্যে ভারতে এসে পড়েছেন। আরও ২৪ জন সুরক্ষিতভাবে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে ফেলেছেন এবং তাঁরা ভারতের উদ্দেশ্যে আসছেন। তবে, ৪ জন এখনো ইউক্রেন থেকে বের হতে পারেননি। তবে, তাঁরা সকলেই সুরক্ষিত আছেন, আশ্বস্ত করেছেন তিনি।
তাঁর দাবি, ভারত সরকার ওই চারজন পড়ুয়াকেও ইউক্রেন থেকে সুরক্ষিত ফেরত আনার ব্যবস্থা করছে। ইউক্রেনে ত্রিপুরার সমস্ত পড়ুয়াদের খোজ খবর নেওয়ার প্রত্যেকের পরিবারের সাথে জেলা শাসক এবং মহকুমা শাসকরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। ত্রিপুরা সরকার তাঁদের সব রকম সহযোগিতায় প্রস্তুত রয়েছে, বলেন তিনি।
এদিকে, প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা জানিয়েছেন, ইউক্রেন থেকে ত্রিপুরার নাগরিকদের সুরক্ষিত ফেরত আনার জন্য অপারেশন গঙ্গায় সামিল হতে তিন সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে দলের প্রদেশ সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং দলের প্রদেশ কমিটির কার্যকরী সদস্য তাপস মজুমদার রয়েছেন। তাঁরা ইউক্রেন থেকে ত্রিপুরার নাগরিক ফেরত আনার জন্য প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা করবেন, বলেন তিনি।

