অটোয়া ও কিয়েভ, ১ মার্চ (হি.স.): যুদ্ধ পরিস্থিতিতে এবার কানাডা-কে পাশে পেল ইউক্রেন। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার ‘অবৈধ আগ্রাসন’-এর তীব্র নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেছেন বিভিন্ন নেতা ও অংশীদারদের সঙ্গে। টুইট করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নৃশংস যুদ্ধের নিন্দা করতে আমরা একত্রিত এবং রাশিয়াকে জবাবদিহি করতে ও ইউক্রেনকে সমর্থন করার জন্য একসঙ্গে আমরা কাজ করছি।
প্রসঙ্গত, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে ট্রুডো টেলিকনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও তিনি কথা বলেছেন, ইউরোপিয়ান কমিশনের নেতা, ইউরোপিয়ান কাউন্সিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ন্যাটো, পোল্যান্ড, রোমানিয়া, ও ব্রিটেনের রাষ্ট্রনেতাদের সঙ্গে। কানাডা জানিয়েছে, ইউক্রেনকে অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দিয়ে সাহায্য করা হবে, পাশাপাশি বন্ধ করা হয়েছে তেল আমদানিও।