মুম্বই, ১ মার্চ (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের যত শীঘ্রই সম্ভব দেশে ফিরিয়ে আনতে তৎপর ভারত সরকার। ইউক্রেনে আটকে থাকা ১৮২ জন ভারতীয় নাগরিককে নিয়ে মঙ্গলবারই দেশে ফিরেছে ‘অপারেশন গঙ্গা’-র অন্তর্গত সপ্তম বিমান, রোমানিয়ার বুখারেস্ট থেকে ১৮২ জন ভারতীয় নাগরিককে নিয়ে মঙ্গলবার মুম্বইয়ে আসে সপ্তম অপারেশন গঙ্গা বিমান। সেই সময় ভারতে আগতদের মুম্বই বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।
এরপর এদিন দুপুরেই ২১৬ জন ভারতীয় নাগরিককে নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে অষ্টম অপারেশন গঙ্গা বিমান। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে নিয়ে আসা হয়েছে ২১৬ জন ভারতীয় নাগরিককে। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান দুই কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ও আর কে সিং। ভারতে আগত সকলকে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “আপনাদের অনেক বন্ধু এখনও ইউক্রেনে আটকে আছেন, তাঁদের বলুন সকলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাঁদের সবাইকে ফিরিয়ে না আনা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।” কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং জানিয়েছেন, “ইউক্রেনে আটকে পড়া প্রত্যেক ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যগুলির হেল্প ডেস্ক, বিদ্যুৎ মন্ত্রকের হেল্প ডেস্ক, মন্ত্রকের অফিসাররা রয়েছেন। যে কোনও ধরনের সাহায্য করা হবে পড়ুয়াদের।”
ভারতে ফেরার পর এক পড়ুয়া জনিয়েছেন, যাবতীয় প্রক্রিয়া অত্যন্ত মসৃণ ছিল। আমাদের ইউক্রেন থেকে হাঙ্গেরিতে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় দূতাবাস এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ। তাঁরা আমাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।”