তেলিয়ামুড়া, ১ মার্চ : তেলিয়ামুড়া থানা এলাকায় দু’টি পৃথক পথ দুর্ঘটনায় চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় সোমবার দুপুর বারোটা নাগাদ দুই যুবক একটি বাইকে করে ঘিলাতলী শিব মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। তখনই বিপরীত দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি এসে বাইককে সরাসরি ধাক্কা দেয়। তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়। আহত যুবকের নাম করণ ঘোষ এবং অভিজিৎ দেবনাথ। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেয়।
খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে তেলিয়ামুড়া লেম্বুছড়া এলাকায় একটি বাইসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।