জুরিখ, ১ মার্চ (হি. স.) : ইউক্রেনের উপর হামলা চালানোয় রাশিয়াকে কঠোর শাস্তি দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত রাশিয়া। আর কোনও ভাবেই কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও ক্লাব ফুটবলেও রাশিয়াকে একঘরে করে দিল উয়েফা। ফলে ২৪ মার্চ ফিফা বিশ্বকাপের প্লে অফে কোনও ভাবেই আর মাঠে নামতে পারবে না রাশিয়ার ফুটবলাররা। বাই পেয়ে সরাসরি পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল পোল্যান্ড। রবিবার ফিফার বৈঠকে ঠিক হয়, দেশের নাম, পতাকা ছাড়াই আন্তর্জাতিক আঙিনায় খেলতে পারবে রাশিয়া। মাঠে বাজবে না সে দেশের জাতীয় সঙ্গীতও। ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পাবে। কিন্তু ফিফার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোটে আওয়াজ তোলে পোল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্সরা। এরপর সোমবার আইওসির সবুজ সংকেত মিলতেই টুইস্ট। বড়সড় সিদ্ধান্ত ফিফার। বিশ্বের সমস্ত স্পোর্টস ফেডারেশনগুলিকে আইওসি চিঠি দিয়ে জানায়, রাশিয়া আর বেলারুশকে নির্বাসিত করতে। এরপরই কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ফিফা। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় ফিফা।