Commercial Gas: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য, ১ মার্চ থেকেই নয়া দাম কার্যকর

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ল। দিল্লিতে একধাক্কায় ১০৫ টাকা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম, কলকাতায় বেড়েছে ১০৮ টাকা। শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারই নয়, ৫ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। ৫ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৭ টাকা।

মূল্যবৃদ্ধির পর দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ২,০১২ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হল ২,০৯৫ টাকা। মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য। দিল্লিতে ৫ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫৬৯ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। আচমকাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় ব্যবসায়ীদের মাথায় হাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *