BRAKING NEWS

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নির্বাচনের কাজে নিয়োজিত মণিপুর পুলিশের জনৈক জওয়ান, দুর্ঘটনা, বলেছেন সিইও

ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের ৬০ সদস্যের দ্বাদশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব চলাকালীন রাজ্য পুলিশের জনৈক জওয়ান নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যবরণ করেছেন। এদিকে এ ঘটনাকে নিছক দুর্ঘটনাজনিত ঘটনা বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) রাজেশ আগরওয়ালা। পুলিশ কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং

এদিকে ঘটনার খবর দিয়ে সিইও রাজেশ আগরওয়ালা জানান, চূড়াচাঁদপুর জেলার টিপাইমুখ বিধানসভা কেন্দ্রে সংঘটিত দুৰ্ঘটনাজনিত গুলিচালনায় মণিপুর পুলিশের জওয়ান নাওরেম ইবচৌবার মৃত্যু হয়েছে। প্ৰথম দফার ভোটগ্ৰহণের সময় নিৰ্বাচনী কৰ্তব্য পালন করছিলেন ইবচৌবা। কিন্তু অনবধানতাবশত পুলিশ জওয়ানের নিজের সাৰ্ভিস রাইফল থেকে গুলি বেরিয়ে তাঁর শরীরে বিদ্ধ হয়। তিনি কাকচিং জেলার বাসিন্দা। ঘটনার পর তাঁর মরদেহের ময়না তদন্তের জন্য ইমফলে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক রাজেশ আগরওয়ালা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *