ভোটাধিকার প্রয়োগ রাজ্যপাল লা গণেশান এবং বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিঙের
ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী ৬০ আসনের মণিপুর বিধানসভার ৩৮টি কেন্দ্রের প্ৰথম দফার ভোটপর্ব শুরু হয়েছে। রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, সকাল ৯:৩০ পর্যন্ত ৮.৯৪ শতাংশ ভোটদান হয়েছে রাজ্যের ৩৮ কেন্দ্রে।
আজ সোমবার সকাল ঠিক সাতটা পাঁচ মিনিটে মণিপুরের রাজ্যপাল লা গণেশান ইমফলের ১১ নম্বর সাগোলবন্দ কেন্দ্রের অন্তর্গত তামফাসানা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে এসে ভোট দিয়েছেন। এছাড়া ২ নম্বর হেইঙ্গাং আসনের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং ইমফলের শ্রিভান হাইস্কুলের নির্দিষ্ট ভোটকেন্দ্রে এসে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর বিধানসভার প্রথম দফার ভোটে রেকর্ড-সংখ্যক ভোট দিতে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। আজ সকাল ৭:০২ মিনিটের ট্যুইটে বিশেষ করে তিনি যুব এবং প্রথম তথা নতুন ভোটারদের ভোটদানে এগিয়ে আসতে আর্জি জানিয়েছেন।
মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শুরু হওয়ার সাথে সাথে এক ট্যুইটবার্তায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও রাজ্যবাসীকে বিপুল সংখ্যায় বেরিয়ে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটের মাধ্যমে রাজ্য এবং জাতির ভবিষ্যত নির্ধারণ করে।
অন্যদিকে তামফাসানা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিয়ে বাইরে এসে রাজ্যপাল লা গণেশান রাজ্যের সকল ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মণিপুরের সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেননা আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। গণতন্ত্রের লক্ষণ নির্বাচন।’
হেইঙ্গাং আসনের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং শ্রিভান হাইস্কুলের নির্দিষ্ট ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে বলেছেন, ‘আমি আশা করছি, আমার নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ নাগরিক বিজেপি এবং আমাকে ভোট দেবেন। প্রথম দফার ৩৮টি আসনের মধ্যে অন্তত ৩০টি আসনে আমার দল বিজেপি বিজয়ী হবে বলে আশা করছি। কেননা, মণিপুরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর উন্নয়নমূলক কাজে খুশি।’
উল্লেখ্য, প্রথম দফার ভোটে ৬,২৯,২৭৬ জন মহিলা সহ ১২,২২,৭১৩ জন ভোটার ১৫ জন মহিলা সমেত ১৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এবার মণিপুরে ৯৮৫,১১৯ জন পুরুষ, ১,০৪৯,৬৩৯ জন মহিলা এবং ২০৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন৷ মোট ভোটারের মধ্যে ৮০ বছরের বেশি বয়সি ৪১,৮৬৭ জন রয়েছেন৷ নির্বাচন দফতরের খবর, রাজ্যের ২,৯৫৯টি পোলিং বুথের মধ্যে ১,০৯৯ ভোটকেন্দ্রকে স্পর্শকাতর এবং ৭৬৩টিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী ভোটগ্রহণ হচ্ছে। কোভিডের জন্য বুথের সংখ্যা বাড়িয়ে ভোটার সংখ্যা কমানো হয়েছে। এছাড়া ভোটের সময় বাড়ানো হয়েছে, জানিয়েছে দফতর।
এদিকে পূর্ব ইমফল জেলায় ৪০০ জন মহিলা ভোটকেন্দ্ৰগুলি পরিচালনা করছেন। প্ৰথম দফার নিৰ্বাচনে ১৪ নম্বর ইয়াইসকুল এবং ১৫ নম্বর ওয়াংখেই বিধানসভা আসনের অন্তৰ্গত ৮৮টি ভোটকেন্দ্ৰ পরিচালনা করছেন কেবল মহিলা আধিকারিক ও ভোটকর্মী।