Ukraine Russia Volodymyr Zelensky : রাশিয়ার সঙ্গে কথা বলতে প্রস্তুত ইউক্রেন, তবে বেলারুশে নয় : ভলোদিমির জেলেনস্কি

কিয়েভ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেন জানাল রাশিয়ার সঙ্গে কথা বলতে প্রস্তুত, তবে বেলারুশে নয়। জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছে রাশিয়া। তবে, কথা হবে বেলারুশে। ক্রেমলিনের পক্ষ থেকে এই বিবৃতি পাওয়ার পরই ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরাও রাশিয়ার সঙ্গে কথা বলতে ইচ্ছুক। তবে, বেলারুশে নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কথা বলতে ইচ্ছুক ইউক্রেন। তবে প্রতিবেশী বেলারুশে নয়, কারণ এটি আক্রমণের জন্য লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তানবুল, বাকু-আমরা তাঁদের এই প্রস্তাব দিয়েছি।”
হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *