গঙ্গারামপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুরে। গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চিন্তা রায়(৪২)। গঙ্গারামপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শিববাড়ি সেগাটোলা এলাকায় বাসিন্দা। পেশায় শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার মহারাজপুরে শ্বশুড় বাড়ি গিয়েছিলেন তিনি। এদিন পুরভোট থাকায় শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর শনিবার গভীর রাতে গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে চিন্তার ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। তবে খুন নাকি পথদুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।