কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): রবিবার রাজ্যে চলছে পুরসভার ভোট । ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত বিভিন্ন জায়গা । উত্তর থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ । অপরদিকে ভোটকে কেন্দ্র করে উতপ্ত উত্তর বারাকপুর । উত্তর বারাকপুরে নির্দল প্রার্থীকে এলোপাথারি মারের অভিযোগ ।
পুরভোট শুরু হতেই সকাল থেকেই বিক্ষিপ্ত জায়গায় অশান্তির ছবি । কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে আবার কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ । এরই মাঝে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর বারাকপুর । উত্তর বারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুর নির্দল প্রার্থী দেবাশিস দেকে ঘুসি, চড়-থাপ্পড় মারার অভিযোগ । তৃণমূলের বিরুদ্ধে মারার অভিযোগ । নির্দল প্রার্থীর অভিযোগ পুলিশ কিছু করছে না পুলিশ নীরব দর্শক ।