Fake Agent Congress candidate : কোচবিহারের বুথে ভুয়ো এজেন্ট! জলপাইগুড়িতে কংগ্রেস প্রার্থীকে বের করে দেওয়ার চেষ্টা

কোচবিহার, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারানি ইন্দিরা দেবী হাইস্কুলে ১৭৯ বুথে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বারংবার তিনি বিরোধীদের এজেন্টকে ধমকাচ্ছিলেন বুথের ভিতরে। বিরোধীদের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। যদিও তৃণমূল প্রার্থী অভিজিৎ মজুমদার জানিয়েছেন, ধৃত ব্যক্তি তৃণমূলের কেউ নয়।

অন্যদিকে, জলপাইগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের এক ডিএসপি-র বিরুদ্ধে। সকালে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শুরু হলেও কিছুক্ষণ পরেই উত্তেজনা সৃষ্টি হয় জলপাইগুড়ি হাই স্কুল বুথে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় বাইরের লোকজন বুথের ভেতরে রয়েছে কিন্তু পুলিশের এক ডিএসপি। অপরদিকে ডিএসপি হেডকোয়াটার্স পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *