ভুবনেশ্বর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড মহামারীর জন্য দীর্ঘ দু’বছর ওডিশায় বন্ধ রয়েছে ছোটদের স্কুল। অবশেষে সোমবার, ২৮ ফেব্রুয়ারি থেকে ওডিশায় খুলে যাচ্ছে ছোটদের স্কুল। ওই দিন থেকেই শুরু হবে প্রথম থেকে সপ্তম শ্রেণীর পঠনপাঠন। এর আগে ঠিক হয়েছিল ১৪ ফেব্রুয়ারি থেকে খুলবে স্কুল, কিন্তু জেলা কালক্টররা আপত্তি জানানোয় পরে ঠিক হয় ২৮ ফেব্রুয়ারি থেকে খুলবে স্কুল।
শিক্ষক-শিক্ষিকারা অবশ্য ১৪ ফেব্রুয়ারি থেকেই স্কুলে আসছেন, এবার সোমবার থেকে শারীরিকভাবে স্কুলে আসবে খুদে পড়ুয়ারা। ওডিশায় করোনার প্রকোপ অনেকটাই কমে গিয়েছে, তাই সোমবার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।