Samajwadi Party Chief Akhilesh Yadav : অখিলেশকে তোপ মৌর্যর, বললেন অখিলেশের সাইকেল ঔদ্ধত্যের আকাশে উড়ছে

কৌশাম্বী, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও সিরাথু আসনের বিজেপি প্রার্থী কেশব প্রসাদ মৌর্য। রবিবার ভোটের সকালে কেশব বলেছেন, অখিলেশের সাইকেল ঔদ্ধত্যের আকাশে উড়ছে। তাঁর কথায়, অখিলেশের যে সাইকেল ঔদ্ধত্যের আকাশে উড়ছে, ১০ মার্চ মানুষের আশীর্বাদে সেই সাইকেল বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তিনি আরও বলেছেন, তাঁর সাইকেল প্রথমে সাইফাই পর্যন্ত উড়েছিল এবং এবার বঙ্গোপসাগর পর্যন্ত যাবে।

রবিবার পঞ্চম দফার ভোটে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, তিনি সিরাথু আসন থেকে লড়ছেন। এদিন সকালে কৌশাম্বীর বাসভবনে পুজো দেন মৌর্য, পরে বিভিন্ন পোলিং বুথ ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “আমি বিশ্বাস করি সিরাথুর জনগণ পদ্মফুল ফুটিয়ে সিরাথুর ভুমিপুত্রকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। বিজেপি সরকার উত্তর প্রদেশের ২৪ কোটি মানুষের কল্যাণে কাজ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *