Kochbihar Arrested : কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার বহিরাগত যুবক

কোচবিহার, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড থেকে এক বহিরাগত যুবককে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই বহিরাগত যুবকটি তৃণমূল কর্মী বলে বিরোধীদের অভিযোগ।

রবিবার ওই ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্র ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয়ে এক বহিরাগত যুবক ঢুকে বুথে ঝামেলা করার চেষ্টা করে বলে অভিযোগ। ওই বহিরাগত যুবকটি তৃণমূল কর্মী বলে বিরোধীদের অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত বিরোধী প্রার্থীরা প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পরে। পরবর্তীতে পুলিশ এসে বহিরাগতকে গ্রেফতার করে নিয়ে যায়।