নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ফেব্রুয়ারী৷৷ তৃতীয় বারের মতো শুরু হওয়া ভিলেজ এবং জেএফএমসি ভিত্তিক হর্নবিল উৎসব ২০২২- এর অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া বনদপ্তর এবং নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া জেলা বন আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হলে বর্তমান সামাজিক দূরত্ব বজায় রেখে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়৷
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস, নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চিরঞ্জিব দেব সহ সংস্থার অনারা সদস্যরা৷ এদিনের অনুষ্ঠানে প্রায় শতাধিক কচিকাঁচা পড়ুয়ারা এই বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণ করে৷ এ দিনের এই বসে আঁকো প্রতিযোগিতা কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী সহ অভিভাবক অভিভাবিকা দের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷