কোটা (রাজস্থান), ২৬ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের কোটা জেলায় খুন হলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর একজন কর্মী। শুক্রবার রাতে খুন করা হয় ওই বিজেপি কর্মীকে। মৃতের নাম-ভিকি আর্য। তাঁর বাড়ি সবরমতী কলোনিতে। এই খুনের ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরানো শত্রুতার জেরেই এই খুন।
বিজেপির (কোটা জেলা) জেলা সভাপতি গোপাল কৃষ্ণ সোনি জানিয়েছেন, শুক্রবার রাতে পিটিয়ে খুন করা হয় ভিকি আর্য (২৫) নামে আমাদের একজন কর্মীকে। আমরা ঘটনার নিন্দা করছি ও দোষীদের শাস্তি চাইছি। শুক্রবার রাতে বাইক চালিয়ে কোথাও যাচ্ছিলেন ভিকি, সেই সময় কিছু দুষ্কৃতী তাঁর পথ আটকায় ও হামলা চালায়। লোহার পাইপ দিয়ে ভিকিকে মারধর করা হয়। পরে ভিকির মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে। পুরানো শত্রুতার জেরেই এই খুন, প্রাথমিকভাবে এমনটাই মনে হচ্ছে।