জম্মু, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মু ও কাশ্মীরের আর এস পুরা ও আর্নিয়া সেক্টরের কাছে উড়তে দেখা গিয়েছে একটি ড্রোন। ড্রোনের গতিবিধি নজরে আসতেই গুলি চালায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর সেই ড্রোনটি পালিয়ে যায়। বিএসএফ ১০ থেকে ২০ রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। পরে আর এস পুরা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়, সেই এলাকায় মিলেছে আইইডি ও গ্রেনেড-সহ বহু বেআইনি সামগ্রী।
বৃহস্পতিবার সকালে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক সীমান্ত এলাকার আর এস পুরা ও আর্নিয়া সেক্টরের কাছে উড়তে দেখা যায় একটি ড্রোন। ড্রোনের গতিবিধি নজরে আসতেই বিএসএফ ১০ থেকে ২০ রাউন্ড গুলি চালায়। এরপর ড্রোনটি ফিরে যায়। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চালানোর পর পুলিশ জানিয়েছে, আইইডি, গ্রেনেড ও পিস্তল উদ্ধার হয়েছে। সম্ভবত রাতের অন্ধকারে ড্রোনের সাহায্যে সেগুলি নিয়ে আসা হয়েছিল। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তল্লাশি চালানোর সময় রিমোট কন্ট্রোল্ড আইইডি, ডিটোনেটর, বিস্ফোরক বোতল, তার, টাইমার আইইডি, একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৬টি গ্রেনেড ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।