Narendra Modi: বাস্তবতার থেকে অনেক দূরে পরিবারবাদীরা, জানেই না কী হচ্ছে : প্রধানমন্ত্রী

আমেঠি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে ফের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী বলেছেন, “পরিবারবাদীরা বাস্তবতা থেকে এতটাই দূরে যে তাঁরা কী ঘটছে তা দেখতেই পাচ্ছেন না… তাঁরা নিজেদের পরিবারের ক্ষমতা বাড়াতে এবং রাজার মতো জনগণের ওপর কর্তৃত্ব ফলাতে চায়। কিন্তু, আমাদের ক্ষমতা বাহুবলী অথবা মাফিয়া নয়, উত্তর প্রদেশের জনগণ।” প্রধানমন্ত্রী বলেছেন, “যখন দেশে টিকা দেওয়া শুরু হয়েছিল, মোদী তখন টিকা নেওয়ার জন্য দৌড়াননি। আমরা ফ্রন্টলাইন কর্মী, কমোর্বিডিটিসে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের প্রথমে টিকা দিয়েছি। ‘পরিবারবাদীরা’ ক্ষমতায় থাকলে, নিজেরাই প্রথমে টিকা নেওয়ার জন্য সমস্ত লাইন ভেঙে ফেলত। এমনকি আমার মাও তাঁর তৃতীয় ডোজ পাওয়ার জন্য অপেক্ষা করছেন।”

কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভোটব্যাঙ্কের রাজনীতি ও ‘পরিবারবাদী’দের রাজনীতি দেশকে ক্ষতির মুখে ফেলেছে। এদের রাজনীতি দেশের স্বার্থের বিরুদ্ধে গেলেও কেউ দ্বিধা করেন না। তাঁরা আমাদের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে অপমান করে।” মোদী আরও বলেছেন, ”পরিবারবাদীদের’ শাসন করার একটি নির্দিষ্ট সূত্র আছে; তাঁরা নিজেদের ভোট ব্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন রাজ্য থেকে মন্ত্রী গঠন করেন যাদের কোনও কর্তৃত্ব নেই। এই দলগুলি নিজেদের আত্মীয়দের, অর্থাৎ ‘সুপার মিনিস্টার’ যারা প্রকৃত ক্ষমতার অধিকারী, সংবিধানের সীমার বাইরে কর্তৃত্ব দেয়।”

কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভোটব্যাঙ্কের রাজনীতি ও ‘পরিবারবাদী’দের রাজনীতি দেশকে ক্ষতির মুখে ফেলেছে। এদের রাজনীতি দেশের স্বার্থের বিরুদ্ধে গেলেও কেউ দ্বিধা করেন না। তাঁরা আমাদের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে অপমান করে।” মোদী আরও বলেছেন, ”পরিবারবাদীদের’ শাসন করার একটি নির্দিষ্ট সূত্র আছে; তাঁরা নিজেদের ভোট ব্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন রাজ্য থেকে মন্ত্রী গঠন করেন যাদের কোনও কর্তৃত্ব নেই। এই দলগুলি নিজেদের আত্মীয়দের, অর্থাৎ ‘সুপার মিনিস্টার’ যারা প্রকৃত ক্ষমতার অধিকারী, সংবিধানের সীমার বাইরে কর্তৃত্ব দেয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *