সামরিক অভিযান শুরুতেই কিভ-সহ অন্যত্র বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা

কিভ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুধু ঘোষণার অপেক্ষা ছিল, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্টের সামরিক অভিযানের ঘোষণার পরই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেনে। ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে কিভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর এসেছে। রাশিয়া সীমান্ত সংলগ্ন ইউক্রেনের অন্যতম শহর খারকিভে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পূর্বাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

যেই আশঙ্কা ছিল, শেষমেশ তেমনটাই হয়েছে। রাশিয়ার প্রেসিড়েন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরই ইউক্রেনের ভূখণ্ডে শুরু হয়ে গিয়েছে রাশিয়ার সেনা অভিযান। যা এতদিন অবশ্যম্ভাবী বলে মনে করছিল পশ্চিমী দুনিয়া, সেটাই এবার শুরু হয়ে গিয়েছে। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিভ, খারকিভ-সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই তেলের দামে পতন হয়েছে অনেকটাই।

ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, ‘পুতিনের সেনা ইউক্রেনে পুরোদস্তুর আগ্রাসন শুরু করে দিয়েছে। শান্তিপূর্ণ ইউক্রেনের নানা শহরে একের পর এক আঘাত নেমে আসছে। চলছে ক্ষেপণাস্ত্র হামলা। তবে ইউক্রেন মাথা নোয়াবে না। আত্মরক্ষা করবে এবং জয়ী হবে।’ ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রীও জানান, কিভের বিমানবন্দরের বাইরে ইউক্রেনের যুদ্ধ বিমানগুলির উপর একে একে রকেট হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতাকে গুঁড়িয়ে দিতেই পুতিনের বাহিনী এই হামলা চালাচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *