কৌশাম্বী, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের অধীনে মোটেও সুরক্ষিত নয় উত্তর প্রদেশ, ইতিহাস সাক্ষী রয়েছে। বুধবার উত্তর প্রদেশের কৌশাম্বী থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে আক্রমণ করে মোদী বলেছেন, “পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের অধীনে মোটেও সুরক্ষিত নয় উত্তর প্রদেশ, ইতিহাস তার সাক্ষী রয়েছে। তাঁদের শাসনকালে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যবশত বিস্ফোরণে জড়িত সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার পরিবর্তে সমাজবাদী সরকার তাদের মুক্তি দেওয়ার কাজ করেছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, পূর্বতন সরকারের শাসনকালে অপরাধীরা ঘুরে বেড়াত, জোর করে মানুষের জমি ও সম্পত্তি ছিনিয়ে নিত। বাড়ি থেকে বেরোনোর সময় নিজেদের নিরাপদ মনে করতেন না আমাদের মায়েরা ও মেয়েরা। অন্যদিকে, আমরা দরিদ্রদের জন্য বাড়ি তৈরি করেছি। অখিলেশ যাদবকে কটাক্ষ করে মোদী বলেছেন, “সমাজবাদী পার্টির শাসনকালে খনি, অ্যাম্বুলেন্স, খাদ্যশস্য এমন অনেক কেলেঙ্কারি হয়েছে। কিন্তু, এখন প্রতিভাকে সম্মান করা হয় এবং সমস্ত জেলায় শিল্প তৈরি হচ্ছে।”