লখনউ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণে দুপুর ৩ টা পর্যন্ত ভোট পড়ল ৪৯.৮৯ শতাংশ। নির্বাচন কমিশনের মতে, পিলিভিটে কেন্দ্রে সর্বোচ্চ ৫৪.৮৩ শতাংশ এবং তারপরে লখিমপুর খেরিতে ৫২.৯২ শতাংশ ভোট রেকর্ড হয়েছে। হারদোয়াইতে দুপুর ৩টা পর্যন্ত ভোট ৪৬.২৯ শতাংশ ভোট পড়েছে এবং উন্নাও কেন্দ্রে ৪৭.২৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়া সীতাপুরে ৫০.৩৩ শতাংশ, লখনউতে ৪৭.৬২ শতাংশ, রায়বরেলি ৫০.৮৪ শতাংশ, বান্দা ৫০.০৮ শতাংশ এবং ফতেহপুরে ৫২.৬০ শতাংশ রেকর্ড করা হয়েছে।
এদিন সকাল ৭ টায় ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনি।
পিলিভিটে, লখিমপুর খেরি, সীতাপুর, হারদোয়াই, উন্নাও, লখনউ, রায়বেরেলি, বান্দা এবং ফতেপুর জেলাজুড়ে ৫৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে।
রাজ্যটি ভারতীয় জনতা পার্টি (বিজেপি), সমাজবাদী পার্টি (এসপি)-রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) জোট এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং কংগ্রেসের সঙ্গে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা করছে।