Narendra Modi: মেয়েদের সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি করাই ডাবল ইঞ্জিন সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

বারাবাঙ্কি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): মেয়েদের সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি করাই ডাবল ইঞ্জিন সরকারের অগ্রাধিকার। বুধবার উত্তর প্রদেশের বারাবাঙ্কির নির্বাচনী জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, “শুধুমাত্র পুলিশ নয়, সিআরপিএফ, বিএসএফ প্রভৃতি আধাসামরিক বাহিনীতে এবং সেনাবাহিনীতেও মেয়েদের অংশগ্রহণ বাড়াচ্ছি আমরা।” এদিন বারাবাঙ্কির জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশের এই নির্বাচন উত্তর প্রদেশের উন্নয়নের পাশাপাশি দেশের প্রগতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর প্রদেশের জনগণের প্রগতিই ভারতের উন্নয়নকে গতি প্রদান করে। উত্তর প্রদেশের জনগণের শক্তি ভারতের শক্তি বাড়ায়।” সমাজবাদী পার্টি, কংগ্রেস-সহ অন্যান্য দলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, দরিদ্ররা সর্বদা তাদের পায়ের কাছে থাকুক, এটাই চায় পরিবারবাদীরা। আমরা দরিদ্রদের চিন্তা দূর করার পাশাপাশি তাঁদের জীবনে অসুবিধা দূর করতে কাজ করছি। আর তাই উত্তর প্রদেশের দরিদ্ররা বিজেপির পাশে রয়েছে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে উত্তর প্রদেশের ১৫ কোটি মানুষ যাঁরা বিনামূল্যে রেশন পাচ্ছেন তাঁরা বিজেপিকে জেতানোর জন্য আপ্রাণ পরিশ্রম করছেন। গরিব, মধ্যবিত্ত ও প্রবীণ, যারা এই করোনার সময় বিনামূল্যে ২৮ কোটি টিকা পেয়েছেন, তাঁরা বিজেপির প্রতিনিধি হয়ে জয় নিশ্চিত করছেন।” বারাবাঙ্কির নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “জাত ও ধর্ম না দেখেই বোনেদের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।….দুর্ভাগ্যবশত আগের সরকারগুলি মেয়েদের চাহিদা ও সমস্যার প্রতি মনোনিবেশ করেনি।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের মেয়েদের নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি হোক, এটাই সর্বদা ডাবল ইঞ্জিনের সরকারের অগ্রাধিকার। তাই ২০১৪ সালে আপনারা যখন আমাদের সুযোগ দিয়েছিলেন, তখন আমরা সে জন্য আন্তরিকভাবে কাজ করেছি। শুধুমাত্র পুলিশ নয়, সিআরপিএফ, বিএসএফ প্রভৃতি আধাসামরিক বাহিনীতে এবং সেনাবাহিনীতেও মেয়েদের অংশগ্রহণ বাড়াচ্ছি আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *