Akhilesh Yadav: উত্তর প্রদেশে ক্ষমতায় আসতে চলছে সপা, বললেন আত্মবিশ্বাসী অখিলেশ যাদব

রায়বেরেলি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে এবার ক্ষমতায় আসতে চলেছে সমাজবাদী পার্টি, আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি সরকার দরিদ্রদের জন্য নয়, ধনীদের। সোমবার উত্তর প্রদেশের রায়বেরেলিতে নির্বাচনী জনসভা করেন অখিলেশ যাদব। চতুর্থ দফায় এখানে ভোটগ্রহণ হবে।

এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অখিলেশ যাদব বলেছেন, ”বিজেপি সরকার দরিদ্রদের জন্য নয়, ধনীদের। আমরা সহজে ঋণ পাব না, আমাদের জমি-বাড়ি বন্ধক রাখতে হবে, কিন্তু বড় বড় শিল্পপতিরা ব্যাঙ্ক লুট করে পালিয়েছে… রাস্তায় কাউকে জিজ্ঞেস করুন, সবাই বলবে সমাজবাদী পার্ট আসছে।” অখিলেশ আরও বলেছেন, “সতর্ক থাকুন, বিজেপি যে কোনও কিছু করতে পারে। কারণ তাঁরা উত্তর প্রদেশ নির্বাচন হারাতে চলেছে… বুলডোজার বাবা (যোগী আদিত্যনাথ) বলেছেন যে তিনি ১ কোটি স্মার্টফোন এবং ট্যাবলেট বিতরণ করেছেন, এখানে কেউ সেগুলি গ্রহণ করেনি (রায়বরেলিতে)।”