নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মাদক মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাতা ও ব্যবসায়ী করণ সজনানীকে তলব করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আগামী ২ মার্চ দিল্লিতে এনসিবি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে করণ সজনানীকে। মাদক মামলায় নবাব মালিকের জামাই করণ সজনানীকে গ্রেফতার করেছিল এনসিবি। করণের বাড়ি থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছিল।
সোমবারই নবাব মালিকের জামাই করণ সজনানীকে সমন পাঠিয়েছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে আগামী ২ মার্চ। দিল্লির অফিসে ওই দিন করণের বয়ান রেকর্ড করা হবে। এ বিষয়ে করণের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।