কংগ্রেস ও বিজেপিকে তোপ কুমারস্বামীর, কর্ণাটকের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন

বেঙ্গালুরু, ২১ ফেব্রুয়ারি (হি.স.): হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই বজরং দলের যুব কর্মী খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল কর্নাটকের শিবমোগায়। রাজ্যজুড়ে ঘটে চলা এই সমস্ত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী। তোপ দেগেছেন বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে। কুমারস্বামীর মতে, কর্ণাটকের শান্তি বিঘ্নিত করেছে কংগ্রেস ও বিজেপি।

কর্ণাটকে হিজাব নিয়ে বিবাদ এখনও থামেনি, এরমধ্যে রবিবার রাতে শিবমোগা জেলায় কুপিয়ে খান করা হয়েছে বজরং দলের যুব কর্মী হর্ষকে। অশান্তির আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমতাবস্থায় সোমবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী বলেছেন, “গত সপ্তাহে যখন কারাভালি ইস্যু (হিজাব বিবাদ) শুরু হয়েছিল, আমি তখনই মনে করেছিলাম এই ধরণের কিছু একটা হবেই। আমরা ছেলেটির মৃত্যু দেখলাম। এটা কংগ্রেস ও বিজেপির প্রাপ্তি। তাঁরা এই রাজ্যের শান্তি অস্থিতিশীল করেছে। তাঁরা এই ধরনেরই ঘটনা চেয়েছিল।”