মানিকচক, ২০ ফেব্রুয়ারি (হি.স.): মালদার মানিকচকে চুরি করতে এসে সিভিক ভলান্টিয়ারের মাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা গ্রামে। মৃত মহিলার নাম বেবি বিবি। রবিবার সকালে তাঁর রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মানিকচক থানার পুলিশ। এই খুনের ঘটনায় এলাকার মাদকাসক্ত যুবকদের নাম উঠে এসেছে।
বেবি বিবির স্বামী কাজের উদ্দেশ্যে ভিনরাজ্যে রয়েছেন। জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন বেবি বিবি। ছেলে সিভিক ভলান্টিয়ার শেখ রফিকুল নাইট ডিউটিতে ছিলেন এবং বউমা বাপেরবাড়ি গিয়েছিলেন। অভিযোগ, রাতে বেবি বিবির বাড়িতে চুরি করতে ঢোকে দুষ্কৃতীরা। সেই সময় তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।