হাওড়া,২০ ফেব্রুয়ারি (হি. স.): গতকাল থেকেই উত্তপ্ত হাওড়া । আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দফায় দফায় উত্তেজনা বাড়ছে হাওড়ায় । রবিবার আরও বাড়ল উত্তেজনা । হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ।
শনিবার থেকেই আমতার ছাত্রনেতা খুনের ঘটনায় উতপ্ত এলাকা । অভিযোগ,পুলিশের পোশাক পরা ছদ্মবেশি দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে তাকে । তাঁর বাড়িতে ঢুকেচ ছাদ থেকে ঠেলে তাঁকে খুন করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে আনিসের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা সকলেই প্রতিবাদে পথে নেমেছে । অপরদিকে রবিবার সকাল থেকে ক্রমাগত আমতায় উত্তেজনা বাড়ছে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে ।
ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । এরই মাঝে প্রাথমিক তদন্তের পর পুলিশের জানায় শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ আসেনি । অপরদিকে আনিসের বিরুদ্ধেই দুটি মামলা রয়েছে । এই ঘটনার পরেই রবিবার সকাল থেকেই হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । ঘটনায় চরম উতপ্ত এলাকা ।